জাগে মন তোমার ছোঁয়ায়
বালিশ-তুলো হাওয়ায় ছড়ায়,
মায়াবী ক্যানভাসের মতো
তোমার বুকে হয়ে নত;
একে অপরকে জড়িয়ে থাকি
বলে ফেলি যা বলা বাকি,
দু-চার কথা জমিয়ে রাখা
নিঃশব্দ অভিমান আদর মাখা;
স্পর্শগুলোই জানিয়ে দেয়
চোখের ভাষা বুঝে নেয়,
নীরবে অতিবাহিত হয়
আলো-আঁধারে অনেকটা সময়;
সবটা মনে পড়ে যায়
প্রথম দেখা তোমার আমায়,
প্রথম অনুভূতির কথা জানানো
কিছুই বদলায়নি জানো!
সাথেই থাকবো সবসময়ে
ভালোবাসায় তন্ময়ে।।