একটি নাম, শব্দ দুটি
অর্থ এমন, প্রাণ দ্যুতি,
শুভ তো সব হবেই তাই
আর প্রতিটা পদক্ষেপে বাজবে জয়ের সানাই;
জিতবে সকল ইচ্ছে-মন
জীবনের শুভজিৎ হবে সর্বক্ষণ।।