বসন্ত এসে গেছে,
শ্রান্ত যন্ত্রণাদের মুছে।
এই বসন্ত ভালোবাসতে জানে,
মুহূর্তগুলোকে স্মৃতিতে মুড়তে জানে।
বসন্তের ছোঁয়ায় জাগে কবিতারা,
সুপ্ত শখগুলো সব দেয় সাড়া।
অনেক কিছুই জানান দেয়,
স্বপ্নগুলোকে পথ দেখায়...
কত বসন্ত আসে, চলে যায়
মনকে রাঙিয়ে দিয়ে।
প্রাণন্দে কোকিল কণ্ঠে মধুর গীতি,
কত পলাশ আর কৃষ্ণচূড়ার স্মৃতি!
মনকে চিরসবুজ করে, দখিন হাওয়া বয়ে চলে
মধুকাল বিদায় নেয়, ভালোবাসা পরিপূর্ণতা পেলে।