আমি আমার মতো,ছিলাম অসহায়
একটা ভালো বন্ধু পেয়েছিলাম
মেয়েটা আমার ভালো চায়
স্নেহাকে মনে হারিয়ে ছিলাম;
কত পুরোনো আলাপ,কত চেনা-পরিচয়
এখনও রেখেছে মনে
অটুট বন্ধুত্ব টিকে থাকবে তো, ভয় হয়,
জল গড়ায় চোখের কোণে;
পারবো না কখনও ভুলতে
বিস্মৃত হইনি মিলন দোলনায় দুলতে;
এখন বেশি দেখা হয় না ঠিকই
সুরে সুরে আঁকিনি ইকিমিকি;
বন্ধুত্ব বজায় থাকবে
আলোকনৃত্য মায়ার বন্ধন আঁকবে;
স্মৃতি চিত্র স্নেহা-অ্যামেলিয়া
নিভতে দেবেনা আশা দিয়া।
হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছিলো যে মেয়েটি
প্রিয় বন্ধু স্হানাধিকারী স্নেহা নামের মেয়েটি
মধুমিতাদির চোখে বোনের মতো।
আশালতায় আঁকড়ে ধরবো যতো-
যতদিন মানবতার শিখরে থাকবো
ততদিন মনে রাখবো।