পুরোনো দিনের স্মৃতি
রূপকথা নয়, বাস্তব,
সেই কবেই হয়েছে ইতি
তবু ভুলিনি, মনে পড়ে সব;
মনকে মূল্য দেওয়া খাঁটিকতক মুহূর্ত
সুযোগ দিলেই ধরা পড়ে,
কিছু না বোঝা কথা, না মানা শর্ত
আজও পেখম তুলে ঈশারা করে;
ভোলা কি সহজ কথা!
হায়রে তাও মুছে যায় কালের সাথে,
অত কী আর রাখতে পারে মাথা!
গোটাকয়েক স্মৃতি নিয়ে প্রহর কাটে;
সাথে চলে বর্তমান,
সেটাও একদিন অতীত হবে...
সময় ভবদিনের জন্য চলমান
স্মৃতি সব গুছিয়ে নিয়ে নীরবে;
সাথে নিয়ে চলা স্মৃতিকানন,
টুকরো টুকরো দিনলিপির স্মৃতি সব,বলি কারে?
কত উল্লাস, কত দুঃসাহসের করি স্মৃতিচারণ,
স্মৃতি সব রয়ে যাক প্রাণে, প্রিয় উপহারে।।