তারে যদি দেখি আমি
এক চিলতে রোদ্দুর হাসে,
জানি সে আমায় আজও
এক আকাশ ভালোবাসে;
সে যে আমায় চোখে হারায়
অনেক ভালোবাসে আমায়,
খেয়াল রাখে, আগলে রাখে
সাথে দাঁড়ায় সবসময়ে;
সে যে আমার বড্ড আপন
তার মধ্যেই নিজেকে দেখি,
তাকে নিয়েই আমার জীবন
বুকে তার, মাথা রাখি;
অন্য কিছু চাইনা আর
আমি তার কথাই ভাববো,
সঙ্গী হয়ে থাকবো তার
আমি তাকেই ভালোবাসবো।