প্রজা সকলের তন্ত্রে
দেশ দীক্ষিত আজ ভারতমন্ত্রে,
চিরনিদ্রায় থাকেনি মানব
করেছে অর্জন দেশের ভব;
প্রজাতন্ত্র আজ চিত্রার্পিত নয়
পেয়েছে বাস্তবতার রূপ,হয়েছে সত্যের জয়;
সাধারণতন্ত্রে সত্যের দেশ উঠেছে গড়ে
নতুন স্বপ্ন মেলেছে ডানা নতুন ভোরে ।।