রণৎ রণৎ করছে দিন
আজকে একজনের জন্মদিন,
সুরের রণন ঝঙ্কৃত হলো
গৌরবে গরিমায় করে আলো;
এক লহমায় হাসে পলাশ
আকাশ বলে তুমি খাস,
সুখ নিয়ে এলো দিন
জরৎ উড়িয়ে ভরলো শিরিন;
ভীষণ মিষ্টি তনয় তুমি, আদরের চিন
তোমায় জানাই আজ আমি শুভ জন্মদিন।