এক যে ছিলো রাখাল ছেলে
বছর তেরোর কিশোর,
মাঠে মাঠে বেড়াতো খেলে
গরু চরিয়ে দিনভর।
প্রখর উত্তাপে, ধানের সারি মেলে
সোনামদির ভানুর রোশনাই,
গরু নিয়ে চলে রাখাল ছেলে
চোখে পড়ে মোরগ জুটির লড়াই।
ধু ধু মাঠ, বেলা গড়িয়ে আসে
সূর্য্যি মামার অস্ত যাওয়ার পালা,
বাড়ি ফেরে চাষের শেষে-
এই ছিলো তার রাখাল খেলা।