আসল পুরুষ কিন্তু ওরা
নারী-পুরুষ বিভেদ করেনা যারা।
একটি মানুষ পুরুষ হয়
যখন সে কারো দায়িত্ব নেয়,
যত্নের ছোঁয়া (হয়তো) নাই বা পেলো
এতে কার কি এসে গেলো;
সে শক্ত, সে পুরুষ
সে বেঁচে থাকার শ্বাস,
বীর বলবান পরিশ্রমী
কারো ছেলে, কারো বাবা, কারো ভাই, কারোর স্বামী;
সে...
আগুন সে, নিজে জ্বলে, দায়িত্ব সব সামলায় হেসে,
নিজের কথা কি আর ভাবে সে!
নিঃস্বার্থে যায় ভালোবেসে;
এমন পুরুষ সুন্দর, সত্য
স্বেদজলে সিক্ত সবল ওদের চিত্ত,
সংসারে জ্বালিয়ে আলো
আপনজন কে রাখে ভালো;
অনন্ত সুখে ভরায় দিন
সামলে রাখে সারাজীবন ।।