ভারী মিষ্টি মেয়ে তুমি
কী নাম তোমার?
তোমায় দেখে পড়েছি প্রেমে আমি
প্রথম বার;
তোমায় আমার ভীষণ ভালো লাগে
তোমায় চাই আমি,
আমার কাছে তুমি সবার আগে
তুমি ভীষণ দামী;
তোমায় আমি বাসতে পারি ভালো?
দেবে অধিকার?
তোমার আগে জীবনটা আমার অন্যরকম ছিল
শুধু অনুমতি চাই তোমার;
তোমায় ভালোবেসে যাবো সারাজীবন
আমি তোমার হয়েই থাকবো,
তুমিই আমার ভুবন
তোমার কথাই ভাববো।।