সুন্দরী এক মেয়ের কথা বলছি তোমায় শোনো
যাকে তুমি আমার থেকেও অনেক বেশি চেনো,
বলবো আমি তারই কথা
ভীষণ রকম ছন্দে গাঁথা;
ছন্দ সুরে নাচে সে
মিষ্টি করে দেয় যে হেসে,
সেই হাসিতে পৃথিবী মাতে
সুরের তালে পায়ের শব্দ তাতে;
এ ভুবন মোহ দ্বারা পরিব্যাপ্ত হয়
শৈলীর মনোমুগ্ধকর উপস্থাপনে শিল্পসত্তার হয় জয়,
বিদ্যা-মেধা-রূপ আর
সকল গুণই আছে তার;
বুকভরা আনন্দ নিয়ে করি সন্দীপন
ইচ্ছেগুলোই হোক তার সবচেয়ে আপন,
সেই মেয়ে কেউ নয় আর
গুণগ্রাহীর এই লেখা যে পড়ছে তার;
সেই মেয়ে, নাম তার প্রতীক্ষা
নাচ সাধনা, নাচই যার দীক্ষা,
ও মিষ্টি মেয়ে, তুমি গো তুমি
তোমায় পেয়ে গর্বে আজ তোমার জন্মভূমি;
তাই জানাই তোমায় আমি শুভ জন্মদিন
একরাশ শুভেচ্ছার ডালি, ভালো থাকবে সকল দিন,
আজ এই শুভ দিনে তোমায় নিয়ে হয়ে গেলো একটি ছোট্ট কবিতা
গৌরবে গরিমায় দীপ্ত হোক তোমার সবিতা,
তুমি মেয়ে, তুমি প্রতীক্ষা
একটি শব্দ, একটি নাম,
হৃদয় জাগায় তোমার তিতিক্ষা
বাস্তব হবে স্বপ্ন ভরা খাম;
মুগ্ধ করে নাচের প্রতিভাস
জগৎ-জোড়া খ্যাতি হবে আমার আভাস,
তুমি আনন্দের ঝরণা
নতুন কাননের পর্ণা;
তোমার নাচে পরম তৃপ্তি
তোমার ভাবে আলোক দীপ্তি,
প্রমা-প্রমদা মনমোহিনী
তুমিই আস্ত একটা কাহিনি।