গ্রামে ঘোরে দুই বোন
দিয়া বলে লিয়া শোন,
আয় আয় দেখ দেখ
উঁচু স্বরে ডাকছে ডাহুক;
নাচলো ময়ূর, গাইলো টিয়া
নয়ন রূপমুগ্ধ, ভরলো হিয়া,
দেখি মোরগের পিঠে শালিক
ভাবটা এমন, ও একাই মালিক;
কুহু কুহু কোকিল ডাকে
হাঁটছে কাদাখোঁচা, ডাকছে কাকে,
আরেক পাখি, নামে ফিঙে
দেখতে ভালো, রঙচঙে;
মধু খেয়ে ওড়ে মৌটুসি
যেন সে আজ বেজায় খুশি,
এদিক-ওদিক ঘুরছে চড়ুই
বাসা বুনতে ব্যস্ত বাবুই;
তৃষ্ণা মেটায় মিষ্টি চাতক
মাছ ধরে খায় মাছরাঙা, বক,
এ কী দেখি, ঘুমিয়ে পেঁচা
পেলো বাসা ঘুঘু নতুন মাচা;
লাজুক দোয়েল চুপটি বসে
তেল মেখে ডানা নিলো সে ঘষে,
জল ভ্রমণে প্রমত্ত হাঁস
নাম না জানা পাখিটা খাচ্ছে ঘাস;
দেখ ময়না দিচ্ছে শিস
নাচছে কুড়িয়ে ধানের শিষ,
ঝাঁকে ঝাঁকে সব পায়রা-মুনিয়া
নাচে মন দেখে লাল ঝুঁটি কাকাতুয়া;
দূর আকাশে ঈগল-চিল
গানের ভুবন মাতায় বুলবুল,
কত কী পাখি উড়ছে আকাশ!
লিয়া-দিয়ার দিন করলো খাস।।