একটা অলীক-চিন কল্পনা
বাস্তবটাকে ভুলিয়ে দেয়,
হৃদয়ে আঁকা নিখুঁত আলপনা
যেন অন্য কিছু চায়।

যতবার আমি দেখি
আমি মন্ত্রমুগ্ধ হই,
পলক পড়তেই হয় সে কী!
হারিয়ে যায় কই?

বাস্তবটাতে ফিরে আসি
ক্ষণিকের ভাবনা মাত্রাছাড়া,
মনে করতেই মুখে হাসি
এর পিছনে আছে কারা?

যাই হোক, ভালো সবই
মন ভালো রাখতে জানে,
সত্যকে যে ভুলে যাই
কি জানি এর কী মানে।

হতে পারে কল্পন, মনের কথা মতো
আদৌ কি তাই, নাকি ঈশারা,
ভালো কিছুর জন্য, ভাবি যত
ইচ্ছে করে দিতে সাড়া।

আর পারিনা থাকতে বশে
বাঁধন খুলে বেরিয়ে পড়ি,
অন্য একটা কিছুর জশে...
কল্পনার গল্প বাস্তব করি।।