দৈনন্দিন জীবনের অবসর,
কাজের ফাঁকে,
নয়তো কর্মজীবনের সমাপ্তির পরে
একঘেয়ে কাজের ফাঁকে;
মনকে যে অবসর হানে একটুখানেক
সেই অবসরের গুরুত্ব অনেক,
কেননা, তা গড়ে তোলে জীবন
করে তা প্রতিভার বীজ বপন;
লুকিয়ে ছিল যা
হয়ে যায় তাজা,
সেই অবসর গড়ে দিতে পারে মানুষ
উড়িয়ে দিতে পারে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার ফানুস;
মনের মধ্যে যে প্রবল ইচ্ছা
দ্বার ভেঙে বেরিয়ে আসে তা,
অবসরের দিনগুলিতে
স্ব-প্রতিভাকে বুঝতে পারে সে
ধীরে ধীরে জনসমাজে প্রকাশিত হয় তা,
ভালোবেসে ফেলে অবসরের কাজগুলোকে
বুঝতে সক্ষম হয়,
সেই প্রতিভাই এগিয়ে নিয়ে যাবে জীবনকে
গড়ে তুলবে জ্ঞানাদর্শ
গড়ে ওঠে স্বপ্ন;
আর মনকে সাড়া দিয়ে যাবতীয় কাজ ফেলে
স্বপ্ন পূরনের লক্ষ্যে এগিয়ে যায়,
যাতে সে তার আনন্দ পায়
আর সেই ছোট্ট ছোট্ট অবসরগুলোই তার কর্মজীবনে দাঁড়ায়।।