জাগোরে মোর ভুবন কুবল মন
অদৃষ্টের দেশনা রহিত লহিবো মুক্ত ক্ষণ,
উৎকণ্ঠে ভরা এ প্রাণ করিতে শিরিন
ললৎ-লহরী সিসৃক্ষা করি রূপদান;
বিজিগীষু এ বদনে সুখ-ছন্দে নির্ভয়ে দুলি
ধারয়িষ্ণু পণ তবু কভু না ভুলি,
নচেৎ মম যে রৌরবে হইবে ঠাঁই
নির্ভীক হইয়া আজি,সুকৃতের ঈশারা পাই।।