কারোর প্রতি বিদ্বেষে
করলো কেউ মামলা দায়ের,
চলছে এসব আমার দেশে
হবে না কি সমাধান এর?
স্বার্থ কেবল করতে সিদ্ধ
দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়,
মিথ্যে অপবাদে হৃদয় বিদ্ধ
সাজানো কুকীর্তি সমাজে ছড়ায়;
এসব যে সবটা সাজানো, কেউ মানে না
সবাই ছেড়ে চলে যায়,
ওরা সত্যিটা জানেনা
পুঁজি নিঃশেষ হয়;
এসব ঝুটঝামেলা মিটবে কবে?
বছরের পর বছর দিশেহারা,
এর কি আদৌ সমাধান হবে?
নেই রাস্তা সময়-শূন্য-মুহূর্তের অপেক্ষা ছাড়া;
যে দোষ সে করেনি
বরং তাঁর সাথেই হয়েছে সেটা,
সে তো কারোরটা কাড়েনি
চলে গিয়েছে তারই ভিটা;
ভুলের সাথে আছে মিশে
ঈশ্বর কি সত্যিই আছে?
সব দিক থেকেই নিচ্ছে শুষে
শূন্য হস্তে, কিচ্ছুটি নেই কাছে;
এ কেমন আদালত!
যেখানে অপবাদও সত্যি প্রমাণিত হয়,
প্রশ্ন তুলতে বাধ্য মন, কেন সে সৎ?
কীসের অভিসম্পাত, কেন অবিচার, জীবন নিয়ে নয়-ছয়;
কোনো এক মায়াজালে
সেই নিরপরাধ মানুষটিই দোষী সাব্যস্ত হয়,
এরপর ঘানি টানা জেলে
আর প্রকৃত দোষীর ষড়যন্ত্রের জয়;
মামলা যত হচ্ছে রোজ
সবাই যে দোষী, তা তো না,
একটু নিতে হবে খোঁজ
সসম্মানে সে বাঁচুক না;
যতদিন না অপরাধ হয় প্রমাণ
ভালো থাকার অধিকার কি নেই তার?
এই তার সততার পরিনাম!
ওদের বাঁচতে দাও, নয় তো এ সমাজে কে কার ?
কারোর বিরদ্ধে মামলা হলে
কোনো উপযুক্ত প্রমাণ ছাড়াই,
পুলিশ কেন ভরে জেলে?
কত নির্দোষকে আমরা হারাই
অত্যাচার, লাঠির মার
গালি-গালাজ, শব্দ-বাণ,
হবে না কি বন্ধ আর?
দুঃখ মুছতে চাই সমাধান;
পুলিশ সরকারের হয়ে করে কাজ
উচিত সত্যতা যাচাই করা,
আর তা না করে হচ্ছে পুলিশ ঘুষবাজ
আর নিষ্পাপদের জেলে ভরা;
সব পুলিশ খারাপ নয়
যদি তাঁরা ওঠে জেগে,
সত্যিকারের পুলিশ হয়
সত্য খোঁজে ঝড়ের বেগে;
দেশ বাঁচবে, বাঁচবে প্রাণ
গাইবে মানুষ সত্যের গান।