হাতে সুটকেস,ট্রেন থেকে নেমে -
ভিড়ের মধ্যে এক নারীকে খুঁজে পেলাম
থমকে গেলাম,
রীতিমতো গিয়েছি ঘেমে;
একদৃষ্টিতে তাকিয়ে আমি,পলক পড়েনি
বিশৃঙ্খল ভিড় আমায় ঠেলে নিয়ে গেল
মেয়েটির একেবারে সামনে -
কি সুন্দর চোখ!মুখে সারল্য,লেগেছে বেশ ভালো
এই বুঝি প্রিয়তমা আমার!সাড়া পেলাম মনে
আমায় বুঝি ও লক্ষ্য করেনি;
কিন্তু ঐ একই জায়গায় দাঁড়িয়ে...
কীভাবে কথা শুরু করবো বুঝতে পারিনি,
নিমেষের মধ্যে মেয়েটি গেলো হারিয়ে -
কে জানে কোন্ দিকে তাকিয়ে ভাবছিলাম!
প্ল্যাটফর্মের বাইরে মেয়েটিকে খুঁজে পেলাম,
দৌড়ে গিয়ে বললাম,নমস্কার !
দেখে আমায় হাসলো প্রথমবার
জানতে চাইলো আমি কে,
বললাম,
আমি কণ্ঠবীর কুমার,সবাই বলে কলকাতার কে.কে.
মেয়েটি বলে,''আপনি বড্ড রসিক মানুষ তাই না?''
(হাসি)''আমি নবনীতা''
নবনীতা আমি পড়েছি তোমার প্রেমে
একটু আগে ট্রেন থেকে নেমে;
(আবার হাসলো)আর তীক্ষ্ণ স্বরে বললো,
আমি মিসেস্ নবনীতা
আমি বিবাহিতা,
মনটি আমার গেল হেরে
জানতে পারলাম আখেরে-
পাঁচ বছরের শিশুকন্যা আছে তার,
সেনাবাহিনীতে আমারই সঙ্গে চাকরি করে স্বামী তার।।