নারী বলে কম সে নাকি?
নিষ্ঠুর মন অশিক্ষিত মগজধারী আমরা সবাই
যুগের পর যুগ ধরে নারী-পুরুষের বৈষম্য চিত্র আঁকি,
যে চিত্রে উচ্চ মর্যাদাধিকারী পুরুষ। আর নারীরা দুঃছাই;
ঘৃণ্য-মন্দ এ সমাজচিত্রের স্রষ্টা আর কেউ নয়, পুরুষ সমাজ
দম্ভ-অহমিকাই কারণে অকারণ যা নারীকে ছন্দানুবর্তী বানিয়ে রাখে,
মানসিকতার আমূল পরিবর্তন ঘটেছে কিন্তু অনেকাংশে হারেনি পুরুষ সমাজের রাজ
সভ্যতা আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু অমানবিক চিন্তাধারা এখনো কড়া নেড়ে ডাকে;
নারী বলে কম কেউ নয়
আর সেই প্রসঙ্গটাই বা কোথায়?
নারীর অবদান বোঝাতে হবেনা কাউকে
কারণ পুরুষেরা স্বস্বার্থে দমিয়ে রাখে নারীকে;
বুঝেও কেউ মানেনা
অনেকেই মানবিকতা বোধটাই জানেনা,
নারীরা চাইলেই যে কাউকে হারিয়ে দিতে পারে,
অবহেলা, লাঞ্ছনা সত্ত্বেও তাও সতীত্বের প্রমাণ দিতে হয় বারেবারে ।।