জন্মেছি এ ধরাধামে,
খেলে চলেছি জীবননদীর তাস
দাঁতে দাঁত চেপে লড়াই বারোমাস,
মরচে ধরা স্মৃতিটুকুতে ধরা পড়েনা কিছু
একটাই ঠিকানা ভাসে,
আমায় যে যেতেই হবে
সময়শূন্য মুহূর্তের পিছু;
জীবন যখন দিয়েছে এ মায়াবী পৃথিবী
অনুপ্রাণিত হয়েছি শিক্ষা-দীক্ষায়
ছিনিয়ে নেওয়ার অধিকার তার আছে,
আমি তারই অপেক্ষায়,
বাকিরা তা ভাবে,
আমি ভাবিনা
জীবন একটাই-
তবে কে বলেছে সময় নেই?
জীবনী শক্তি আছে যখন
আর লক্ষ্য আছে জানা
এগিয়ে যেতে হবে,
উপভোগ করতে হবে,
নিজের মনের মধ্যে-
আঁকা ছোট্ট পৃথিবীটাকে
নতুন করে বাঁচাতে হবে তাই।।