(মেয়ে বলে)
আইসক্রিম চকোলেট
চাউমিন অমলেট,
প্রিয় খাবার
ইচ্ছে পাবার;
মাগো তুমি দাওনা আমায়
ভাত দিয়োনা বলি তোমায়,
সব কথা শুনি আমি
দিই কত মিষ্টি হামি;
তাও মা তুমি দাওনা খেতে
আসি কত্ত প্রাইজ জিতে,
দাও কী তুমি সেদ্ধ ডিম!
আর পাতের শুরুতে ভাজা নিম
এই ডাল কি খেতে পারি!
আর বাটি ভর্তি তরকারি,
এসব খেলেই পাবো পুষ্টি
কথায় কথায় চিনে বাদাম এক মুষ্টি;
খেতে পারিনা আমি মা
মাছ-শাকের থেকে দাও মা ক্ষ্যামা,
মা তুমি দাও না মা
চাইনা আমি নতুন জামা।

(মা বলে)
ওরে আমার বোকা মেয়ে
তুই মিষ্টি মিষ্টির চেয়ে,
তোকে ভীষণ ভালোবাসি
তোর মুখে চাই যে হাসি;
তোর খারাপ চাইনা মা
তুই আমার মিষ্টি সোনা,
জানি মা তোর কষ্ট হয়
আমার যে হয় ভয়;
ওসব খাবার খেতে নেই
দাঁড়া মা তোকে আপেল দিই,
দেখলি কত্ত খেতে ভালো
খেয়ে নে সব মা যা দিলো;
মা তোকে ভালো রাখতে চায়
আয় মা সোনা কাছে আয়,
রাগ করেনা মিষ্টি পরী
বুঝবি পরে কেন (মানা) করি;
তোকে হতে হবেনা শক্তিশালী?
মায়ের কথা মতো চল খালি,
থাকতে হবে তোকে সবার আগে
তার জন্য (আগে) সুস্থ জীবন লাগে।