আমার গর্ভে মেয়ে হোক
চাই না আমি আর,
মেয়েবেলার ঐ মিষ্টি শখ
ফিরে চাওয়ার সাধ্য কার?
মিটে গেছে সে বেশ কদিন হলো
বাঁধবো না আর লম্বা চুল,
না আসুক ছোট্ট মেয়ে, হ্যাঁ সেই ভালো
শিশু কন্যার জন্ম দিয়ে আর করি ভুল!
সবাই কি আজ ভালো আছে?
পরিসংখ্যানটা কোথায়?
কজনই বা আছে মায়ের কাছে,
সম্ভবও নয় সবসময়ে
আগলে রাখার জন্যে।
কখন কে হারিয়ে যায়,
দুঃস্বপ্নের এই কালো অরণ্যে
অন্যকে মেরে বাঁচতে চায়।
ওরা অবোধ,বোঝেনা ওরা
দোষ সব ওরাই করে,
আর মেয়েরাই নাকি কপাল পোড়া
অন্যের সুখে নিজে মরে।
মেয়ে হোক চাই না আর;
না জানি কত কষ্ট পাবে!
ভুলে যাই বারবার
মেয়েরাই যে জন্ম দেবে,
ভালো যারা, থাকুক তারাই
অন্য সবাই নিপাত যাক,
জগৎ বাঁচুক ওদের ছাড়াই
ভালো মানুষ সুস্থ থাক।।