একাকী রাতের অন্ধকার
কোন মোহ এক জড়ালো বুকে,
কেবলই শব্দজালের হাহাকার
কোনো এক অদৃশ্য মায়ার ভুকে;
গিয়েছি হারিয়ে অজানা পথে
আপন মনে, তন্দ্রা মেখে নিই,
খাপছাড়া এক-দুই-তিন স্মৃতি থাকে সাথে
নিঃশুল্ক ভাবজগতটাকে আশকারা দিই;
দুই-এক ফোঁটা শিরিনের জল মেশাই তাতে
রহস্যভরা এক অন্য জীবনে দিই পাড়ি,
ভাবছি কী আবোল তাবোল সেই রাতে
বাস্তব থেকে বিচ্ছিন্ন, নতুন দের পায়চারি;
থেকে যেতে চাই এই মায়ায় ডুবে
যেখানে অনিশ্চয়তার লেশমাত্র নেই,
তবে এক সময়ে সকাল তো হবে
দিনের কাজ মিটিয়ে শেষে, রাতে ফিরে যাই।।