বিয়ের আসর, বাজছে সানাই
চলো বিয়ের নতুন কবিতা বানাই,
ভালোবাসার মিষ্টি গল্প
সাথে থাকার রূপকল্প;
পাটিপত্র হলো সম্পন্ন
পেট ভরে হলো খাওয়ানো আইবুড়ো-অন্ন,
এরপরে এয়োস্ত্রীসূচক শাঁখা, পলা
এবার শুরু মিষ্টি মেয়ের বউবেলা;
বিয়ের দিন ভোরবেলায় সইতে যাওয়া জল
আর তখনই সেরে নেওয়া দধিমঙ্গল,
দিনের বেলায় বৃদ্ধি পুজো, পেয়ে পূর্বপুরুষদিগের আশীর্বাদ
তড়িঘড়ি তত্ত্ব সাজানো, বিয়ের গায়ে হলুদ;
স্নান সেরে সেজেগুজে বিয়ে করতে যাওয়া
মনের মধ্যে বয়ে চলে আনন্দের হাওয়া,
আলো আলো চারিদিক
গোধূলি লগ্নে বিয়ে ঠিক;
পবিত্র অগ্নির সামনে প্রতিজ্ঞা
শপথে মেনে চলা একে অপরের আজ্ঞা,
শুভদৃষ্টি, মালা বদল, মন্ত্রোচ্চারণ
সপ্তপদী, কুসুমডিঙা, সিঁদুর দান;
হয়ে গেলো বিয়ে, এবার শুধু সুখ-দুঃখ ভাগ করে নেওয়া
আনন্দ বাঁচুক, এইটুকুই চাওয়া,
বিয়ে করলো মামা, এক হলো দুটি প্রাণ
ঘরে এলো মামী, বাজলো বিয়ের গান।।