রক্তনালির ভিতরে থাকে শ্বেতকণিকা মনোসাইট
রক্তনালি করলে ভেদ নাম হয় তার ম্যাক্রোফাজ,
মনোসাইট যা পারেনা, করে ম্যাক্রোফাজ
বৃহৎ ভক্ষক নাম যে, কাজেই ফ্যাগোসাইট।
বহিরাগত, ক্ষতিকর জীবাণুকে ম্যাক্রোফাজ চেনে,
থাইমাস কোশকে চেনায়,
জীবাণুটাকে ক্ষণপদ দিয়ে টেনে,
ধরে, মারে আর খেয়ে নেয়।
জীবাণু ঘিরে গহ্বর, নাম হয় ফ্যাগোজোম
তার সাথেই খানিক বাদে জুটি বাঁধে লাইসোজোম,
ফ্যাগোলাইসোজোমের গঠন, লাইসোজোমের উৎসেচক ক্ষরণ,
আর তার প্রভাবেই জীবাণুর মৃত্যুবরণ;
যতটা পারে হজম করে, পড়ে থাকে অবশিষ্ট শরীর,
এক্সোসাইটোসিসে তা বর্জিত হয়, ম্যাক্রোফাজ হয় বীর।
ধাপে ধাপে এগিয়ে যায়,
সফল হয় জীবাণু ক্ষয়;
দেহ হয় রোগজীবাণু মুক্ত,
তাই তো এটি অনাক্রম্যতার সাথে ওতপ্রোতভাবে যুক্ত ।।