মা মানে কী?
জানা কি আর বাকি!
সবকিছুই জন্য যার
বেড়ে ওঠা, বড় হওয়া আর-
মায়ের হাতের শাসন পেতাম
মা যে আগলে রাখারও নাম;
মায়ের হাতের রান্নার স্বাদ
ভালোবাসাটাও যায় কি বাদ?
সবকিছুই সবার সেরা
জীবন যার হাতে গড়া;
পরিশ্রম অন্তহীন
কাজের নেই শেষ, ফুরোয় দিন,
ভালোবাসাতেই ভরিয়ে দেয়
কত্ত আদর পাওয়া যায়;
তাও মা বকে, কান্না পায়
পুতুল দুটোও কেড়ে নেয়,
তাও যাওয়া চাই মায়ের পিছুই
মা মানে তো এসব কিছুই;
মা মানে একটা জীবন
ঘরকন্নায় তার মেটেনা ধাবন,
যদিও সুখে থাকতে নারে
তবু ভালোবাসতে পারে;
মা মানে কি এতটুকুই খালি?
মা মানে তাই মা-ই বলি।।