জয় জয় দেবী মা প্রণাম তোমায় করি
তোমারই সমীপে যে আমার প্রথম হাতে খড়ি,
করজোড়ে করিয়া প্রণতি করি আহ্বান
কুমতি করিয়া নাশ,দাও বিদ্যা-বুদ্ধি-জ্ঞান;
বীণা হাতে বীণাপাণি,জয় মা সরস্বতী
মাগো,ধৈর্য্য-আদর্শে যেন চ্যুতি না হয় একরতি,
বিশ্বাস দাও হে মা, পূর্ণ যেন হয় অভীষ্ট
তোমার দেশনাই সুখ-সুন্দর রূপে হোক দৃষ্ট।।