এক যে আছে মিষ্টি দাদা
এক্কেবারে সিধেসাদা,
বলবো আজ তারই কথা
ভীষণ রকম ছন্দে গাঁথা;
মার্চ মাসের প্রথম দিন
আজ যে তার জন্মদিন,
বড় হলেও তাকে লাগেনা ভয়
সাহায্য পাই সব সময়ে;
মেধাবী কিন্তু রসিকও বটে-
অত সহজ নয় মোটে,
এমন দুর্লভ মানুষ পাওয়া-
ইচ্ছে সকল পূর্ণ হোক এইটুকুই তাই চাওয়া;
জিতুক সকল ইচ্ছে-মন
বিজ্ঞান যার দৃষ্টিকোণ,
জানাই শুভ জন্মদিন
হাসি-খুশি কাটুক দিন।।