এক টুকরো কলকাতাকে ধরাবো আমি পাতায়
যা কিছু সব আছে আমার কলকাতায়,
ভেবেছিলাম পারবো হয়তো, এখন ভাবি না
আমার শহর কলকাতাকে হয়নি তখনো জানা;
আমার শহর 'সবার শহর' বলাই বাহুল্য
সৃষ্টি থেকেই এই শহর মনের দরজা খুললো,
এই কলকাতা দিয়েছে অনেক, নাম-যশ-খ্যাতি
তবে তার থেকেও এগিয়ে অনেক শহরের নিজস্ব দ্যুতি;
আমার কলকাতা পবিত্র সেন্ট পল'স ক্যাথিড্রাল
আমার কলকাতা শ্বেত-শুভ্র ভিক্টোরিয়া মেমোরিয়াল,
আমার শহর জ্যোতির্বিজ্ঞান শিক্ষাকেন্দ্র বিড়লা প্ল্যানেটরিয়াম
আমার শহর ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়াম;
আমার শহর অতীতকে খুঁজে পাওয়ার জাদুঘর
আমার শহর গঙ্গার বুকে হাওড়া ব্রিজ, বেলুড় মঠ, কালীঘাট আর দক্ষিণেশ্বর,
আমার শহর টাটা-৪২ আকাশচুম্বী ভবন
আমার শহর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, নাখোদা মসজিদ, কুমারটুলি, রবীন্দ্রসদন;
কলকাতা মানেই ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গী কালীবাড়ি, কলকাতা বিশ্ববিদ্যালয়, বইপাড়া কলেজস্ট্রিট
আমার শহর মানেই আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন আর প্রিন্সেপ ঘাট,
এ রকম কত কী আমার শহরে আছে...
একে অপরের থেকে অন্যতম, আমার শহর গর্ব আমার কাছে;
আমার শহর ব্যস্ততম শহর
আমার শহর প্রাণ-চঞ্চল, স্বপ্ন, লহর,
আমার শহর ঐতিহ্যে আকাশ-ছোঁয়া, আলোর গতি
আমার শহর একটা আকর্ষণ, একটা ভীষণ অনুভূতি;
ভালোবাসি আমি তোমায় আমার শহর
ভয়কে লীন করে আমার শহর আনে জয়ের ভোর।।