গাছ তার সবুজ রঙ চায় রেখে দিতে
মানুষ চায় শুধু কেড়ে নিতে,
মাটি তার উর্বরতা রেখে দিতে চায়
মানুষ অনুর্বর করে তবে শান্তি পায়;
জীবন দেয় জল
আর মানুষ জলকে করে অচল,
উদার-হৃদয় আকাশ
দিলদার বাতাস;
আমাদের বাঁচিয়ে রেখেছে এই পরিবেশ
শস্য-শ্যামলা ভারতবর্ষ আমাদের গর্বের দেশ,
আর আমরা কী করেছি?
কিছুই না, বুদ্ধিতে হরেছি,
ক্ষতি করেছি
সর্বনাশ করেছি;
করেছি একের পর এক আঘাত
প্রকৃতির মৃত্যু হচ্ছে,বাস্তুতন্ত্রে হচ্ছে ব্যাঘাত,
চরম অমানবিকতার পরিচয় দিয়েছি আমরা
নিষ্ঠুর স্বার্থপর আমরা;
যত সব বিষধর্ম-পাপকর্ম
মানুষ বোঝেনা প্রকৃতির মর্ম,
এখনো সময় আছে, প্রকৃতিটাকে
নতুন করে বাঁচিয়ে দিতে পারি,
আর সেই নীরব সুন্দর পরিবেশটাকে
আবার ফিরে পেতে পারি।।