লোকে বলে আমি কালো
দোষ যে আছে তাও মানি,
কিন্তু আমি মানুষ ভালো
আদব-কায়দা না-ই বা জানি;
শুনেছি কালো আমির থাকতে নেই সাধ
এই শ্রুতিবাক্য আষ্টে-পৃষ্ঠে আমি বড় হয়েছি,
কালো হওয়াটা কি অপরাধ?
আমি আমার বাবা-মাকে পেয়েছি;
শত অবহেলা থেকে অনেক দূরে
পালন করেছে তাঁরা আমায়,
সভ্যতা খাচ্ছে আমায় কুরে কুরে
এতে আমার কীই-বা এসে যায়!
কেউ কাছে আসেনি
আদৃত করেনি এ সমাজ আমায়,
কেউ ভালো বাসেনি
কী হয়েছে তায়?
কে বলে কালো, কে বলে ভালো, দেখিনা
নিজের মতো এগিয়ে চলি,
কারোর কথা গায়ে মাখিনা
হতে দিই না আমার বলি;
আত্মাদর্শ এটাই আমার
আথে-ব্যথে এগিয়ে আসি,
সন্তান আমি বাবা-মার
সকলেরে ভালোবাসি।
হ্যাঁ, আমি কালো মানুষ
গর্ব নিয়ে বলি,
আমার ওড়ে জয়ের ফানুস
আমি জয়ের পথে চলি;
কোনো কুকথা আসে না কানে
দুঃখ পায়না আমার আমি,
আমার আমি ভালো থাকতে জানে
কারণ, আমার আমি ভীষণ দামী।।