উপহসিত নইতো আমি প্রজ্ঞাবান
বলিনিতো আমি জ্ঞানের পরাকাষ্ঠা,
স্বর্ণমোহরে আপনারে আমি করিনি আহ্বান
স্বার্থে-অর্থে-মোহে-মত্তে রেখেছি কখন আস্থা?
মায়া-প্রপঞ্চ মনে ঐন্দ্রজালিক স্বপ্ন দেখি নিভৃতে,
আমারই সমুৎকণ্ঠা কলম নিয়ে হাতে।।