সব কাক হলো এক
সুখ পেলো সম্মেলনের ডাক,
কত দিন পর দেখা!
রব ছড়ালো কা কা;
বায়স-বায়সী গল্পে মাতে
সবে মিলে এক সাথে,
কাটবে প্রহর, জমছে আসর
ক্লান্ত শহরে মিলছে দোসর;
বলছে সবাই একে একে
দুঃখ যা আড়াল থাকে।
সবাই কেমন দেয় তাড়িয়ে
তবু থাকে 'হাত বাড়িয়ে',
কত কি যে হজম করে
ময়লা সব পেটে ভরে;
মনখারাপের দু-চার কথা
জমিয়ে রাখা মনের ব্যথা...
বেলা গড়ালেও কথা অফুরন্ত
কিন্তু এবার সম্মেলনের অন্ত;
শপথ নেয় হতাশ ওরা
এই ভাবেতেই বাঁচবো মোরা।।