জয়ের আলোয় সাজলো শখের দেশ
মেধাশ্রী জগত-রূপা মেয়ের সুলেখা বেশ,
জয়ী হলো প্রদৃপ্তা জয়-জয়ীতা
নীল আকাশে উড়লো সবুজ পাতা;
সৃষ্টিকে পেয়ে সিসৃক্ষা হাসে
মুক্ত ঝরা হাসি তার, সবাই ভালোবাসে,
সুরের ঐ অনুভবে স্বপ্নতীরে নৃত্য করে
জয়েশ্বরী নাম সে পায় নিজের নামের পরে।