বিতং দিয়ে বলতে পারি
সুন্দরী এক মেয়ের কথা,
পড়নে হলুদ পাড়-লাল শাড়ি,
সুন্দরী রূপসী, নাম তার ঈশিতা।

শাস্ত্রীয় নৃত্যকলায় পারদর্শী-
প্রমা প্রমদা মন-মোহিনী,
বিভার মাঝে শিরিন হর্ষী
সুর বাহারে নামে সে শোহিনি।

এই দেখো, দেখো এই
ফুল ফুটেছে শত শত,
বেল-শিউলি-জুঁই
ফুল ছড়ালো সুগন্ধ যত।

সাদা-কালো রঙের আলো
মন যে মাতে,
পাহাড় লাগে কি যে ভালো!
আর নীলাম্বরে তারা দেখা রাতে।

কত্থক নৃত্য শৈলীতে সুদক্ষা অনুভবে ভাব-ভঙ্গিমা
নাম তাই সার্থক বলি 'ঈশ্বরের মহিমা'।।