দাদু-দিদুন গুরুজন শ্রেষ্ঠ
আজ শুভ দিন বলে ইচ্ছের ওষ্ঠ,
বিবাহের বন্ধন, পূর্ণ পবিত্রতা
প্রতিটা দিন ভালোবাসা পাক পূর্ণতা;
তোমাদের মুখে হাসি থাকুক চিরকাল
সুখের গানে চলুক জীবন অবিচল,
রোগমুক্ত সুস্থ জীবন
মনের অন্তরে বিরাজ করুক শান্তি সকল ক্ষণ;
যুগে যুগে এভাবেই রেখো হাতে হাত
সাথে থেকো, ভালো থেকো, সকল দিন-রাত,
তোমাদের চলার পথ সুধায় হোক সিক্ত
জীবন হোক তোমাদের সূর্যদীপ্ত;
তোমাদের হাসি, শান্তির আশ্রয়
দূরে যাক সব দুঃখ-ভয়,
আজ তোমাদের শুভ বিবাহ বার্ষিকী
তোমাদের প্রতি আমি শ্রদ্ধার অর্ঘ্য রাখি।