সবুজের মাঝে সবুজের সাথে সবুজেরই সমারোহ যায় দেখা
সবুজ রঙগুলো সব হয়ে ওঠে সঙ্গী
ফুল গুলো সব রঙভরা, কত যে তাদের ভঙ্গি,
মনে থাকে না, অচেনা জঙ্গলে আমি যে একা...
নতুন করে স্বপ্ন দেখার মতো কচি সবুজ পাতা
মন মধুর করা ফুলেল বাতাস হৃদয় কেড়ে নিয়েছে আমার,
খুলে দিয়েছে আমার সাময়িক বিরত থাকা মনের খাতা
এগিয়ে যাওয়া কৃত্রিম জগতও মেনে নিয়েছে হার;
সবুজের স্পর্শে ভাবুক মনে যাই হারিয়ে -
শুকনো পাতার আস্তরণের ওপর দিয়ে চলতে থাকি...
আলো-ছায়ার খেলায় সূর্য চলে উঁকি দিয়ে,
সোনালি ঝলক মণিতে পড়ে, হিয়া তুলিতে কত কী ছবি আঁকি!
একটা ছোট্ট কাঠবিড়ালি ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল
পাখির কলরবও পিছু ছাড়েনি, সঙ্গী করে নিয়েছে আমায়..
কি যেন হলো তারপর! হঠাৎ করে আগের জগতে ফিরিয়ে দিল-
এ কোথায় এসেছি আমি, বাড়ি ফিরি কী করে? হায়!
সবুজেরা সব বলে ওঠে, "আজ থেকে তুমি আমাদের, ফিরে যেওনা দয়া করি",
আমি বলি, "আবোল-তাবোল বলছো কেন? একি সম্ভব নাকি?"
আমরা ফুল, আমরা সবুজ, আমরা জীবন গড়ি
গাছগুলো বললো আরও,"ক'দিন থাকোনা কাছে,দেখবে কতো খেয়াল রাখি!"
সে জানি, কিন্তু বাবা-মাকে ছেড়ে থাকি কী প্রকারে?
হঠাৎ করে ডাকেন বাবা,ঘুম ভাঙে,এসব তবে স্বপ্ন ছিল,দিন যায় রাত আসে,
তবু মন আমার চিরসবুজ সঙ্গীদের কাছে ফিরে যেতে চায় বারেবারে;
উদ্ভিদসকলের দান মনের দোরে ক্রমে ক্রমে হাতছানি দেয়..
একটা সবুজ স্বপ্নই তো ছিলো,
যা জগত সেবার পাঠ পড়িয়ে দিলো;
অনেক কিছু বুঝিয়ে দিলো, অনেক কিছু শিখিয়ে দিলো
না ভোলা কথা সব এগিয়ে যাওয়ার প্রেরণা দিলো।।