ফুল যদি হয় কানের দুল
আর খোলা থাকে লম্বা চুল,
আটপৌরে হলুদ শাড়ি
হালকা সাজে রঙ বাহারি;
রঙ সে হোক না একটু চাপা
ও তার আলতা মাখা পা,
আর রূপোর নুপূর ধ্বনি
শান্ত কালো তার চোখের মণি;
হাতে সবুজ কাঁচের চুড়ি
বয়স হবে এই ঊনিশ কি কুড়ি,
ছোট্ট কালো টিপটি ভালো
নামটি আমি দিলাম আলো;
মিষ্টি হাসি দুগাল ভরা
মন যেন গায় সুখপাখি ছড়া,
চাই আমি এমনই নারী
বলোনা তুমি! আমি কি তোমার হতে পারি?