ফুল ফুল ফুল আমরা
সাদা,গোলাপি আর লাল নবজাতকের জন্ম দিই,
বড় হতে থাকে গাছের চারা
গোলাপি বলে, আমায় দেখে আসছে কে গো,
হাসি মুখে একগাল;
লালের কথায় মিষ্টি কি মেয়েটা, এক্কেবারে ফুলপরী
সাদা বলে, ফুলপরী গো ফুলপরী শুনবে নাকি
সাদা,গোলাপি আর লালের গল্প
কত কথা বলি দিনে, কত লড়াই করি
শুনবে নাকি? দুঃখের গল্পও আছে অল্প
মেয়েটি বলে, বলো না গো শুনবো আমি,
তোমরাই প্রিয় বন্ধু আমার
শোনাই শোনো আমরা ফুল
আমরা সুন্দরের প্রতীক, আমরা কুসুম-পুষ্প আর...
আমরা বর্ণময় আমরা রঙিন ফুল;
আমরা বনের সৌন্দর্য
শান্ত-সুন্দর পাপড়ি আমাদের, শোভা পায় চারিদিক
আজকের মানুষ গ্রহণ করে আমাদের,
কিন্তু ভালোবাসে না, করে না গ্রাহ্য
দেখে অর্থনৈতিক দিক;
ছোটোরা আমাদের ভালোবাসে
পূজাদি-অনুষ্ঠানে আমাদের উপস্থিতি বাঞ্ছনীয়,
মুক্তমনের নবীন সুখীরা দেখে খুব খুশি হয়,হাসে
ভালো মনের মানুষদের আমাদের সাথে তুলনা করে;
আর বলে, অনেক ভালোবাসা নিও
শুনলে তবে, লাগলো কেমন গল্প ফুলেদের,
ভালো লেগেছে কী?
আজ আর নেই সময়, বেলার হল শেষ-
মিষ্টি মেয়ে এখন তুমি বাড়ি যাও দেখি
কালকে এসো প্রিয়সী আমার,গল্পগুলো লাগবে বেশ।।