ফেরিওয়ালা হবো
সবার কাছে যাবো,
বেড়াবো ঘুরে
বিশ্ব জুড়ে;
একটাই ভয়
সব শেষ মনে হয়,
উচ্ছন্নে এ ভুবন
ভয় কাঁদায় জীবন;
তাই তো ভাবি
রাখি দাবি,
ফেরিওয়ালা হবো
সবার মাঝে হারিয়ে যাবো;
দেশ বাঁচাতে
মন হাসাতে,
কারণ জানি
আমি বদলাইনি;
ফেরিওয়ালা হওয়া তাই
তাদেরও বদলাতে চাই,
একটু যদি বোঝাতে পারি
গিয়ে সবার বাড়ি বাড়ি;
আমি চেষ্টা করে যাই
আর্জি শুধু একটাই,
ভালো হোক সবাই
ভালো থাকুক সবাই;
সত্যিকারের মানুষ যারা আর যাদের বদলাতে পারবো
তাদের আমি আমার সাথে নেবো,
এক সাথে সবাই মিলে
সহমর্মিতার হাত বাড়িয়ে দিলে;
দেখিনা
সমাজ বদলাতে পারি কিনা!
প্রয়াসটুকুই করতে পারি
ফেরিওয়ালা সবাই হতে পারি!