চোখ মনকে সারা পৃথিবী দেখায়
জগৎ সম্পর্কে ভাবতে শেখায়,
স্নায়বিক নিয়ন্ত্রণে দৃষ্টিচক্ষু সবই বোঝে
আর সুযোগ পেলেই কাজল পড়ে সাজে গোজে;
চোখ কত্ত কথা বলে
কখনো রাগ চোখে, কখনো ছলছলে,
আনন্দের মুহূর্তও ধরা পড়ে,
ধরা পড়ে স্বপ্ন, কত কী ইঙ্গিত দেয়!
ভঙ্গি চোখের কত রঙ্গী-
চোখ যে প্রাণের সঙ্গী;
ঠিক-ভুলের প্রমাণও দেয়
এই চোখও যে লজ্জা পায়,
উপায় না পেলেই দিশেহারা
ঐ চোখ,ঐ যে পলকের একটুখানি ঈশারা;
স্থির থেকেও যে চোখ অনেক দূরে চলে যায়,
সেই চোখ স্বপ্ন ডেকে আনে
সততা ও মানবিকতা যে চোখে ধরা পড়ে,
সেই চোখ ভালোবাসতেও জানে;
হিয়ার আঁখি ভালো যার
পঞ্চ ইন্দ্রিয়ও সবচেয়ে সুন্দর তার,
যে চোখ ভালো রাখতে চায় সারাক্ষণ
সেই চোখই গড়ে দিতে পারে অটুট ভালোবাসার বন্ধন।।