প্রতিমা দর্শন,
আনন্দ-ভ্রমণ
সবই হলো
এরই মাঝে উৎসবের শেষ দিনটি চলে এলো;
দুঃখ সব ভুলে গিয়ে
মেতে ওঠা উৎসব নিয়ে,
দেবী বরণ, সিঁদুর খেলা
উমা মায়ের এবার যে কৈলাস ফেরার পালা;
জরৎ সব বিনাশ করে
পাড়ি দেবে মা অশ্রু ধরে;
ঢাকের বোলে বিষাদের সুর
ফিরে যাবে মা দুগ্গা ঠাকুর,
ওরে ওরে সব কান্না থামা-
বছর ঘুরে যে আসবে আবার মা;
মৃন্ময়ী রূপে মোটে পাঁচ দিন
আর চিন্ময়ী মা যে অন্তরে রইবে চিরদিন ...