কোজাগরী শারদ পূর্ণিমার রাতে
বাহন পেঁচা নিয়ে সাথে,
লক্ষ্মী এলো ঘরে স্বয়ং বৈকুণ্ঠ থেকে
মা এসেছে বলে আলপনা রেখেছি এঁকে;
তোমার প্রতি অনুরাগে আমিও আজ পূজারিনী
তোমার শ্রীচরণ স্পর্শে ধন্য হোক ধরণী,
চাই মা শুধু এইটুকুই
সুখ-সুন্দর পৃথিবীর সাক্ষাৎ দ্রষ্টা যেন হই;
যা কিছু সব সুন্দর হয়ে যাক
ধরাধাম তার কল্যাণময় রূপ ফিরে পাক,
যাতে সবাই থাকে সুখে
সবার যাতে হাসি থাকে মুখে।।