মেঘেদের গল্প লেখা
এক দৃষ্টিতে তাকিয়ে থাকি,
তাতে মনের অনুভূতিকে‌ দেখা
গল্পের চরিত্র সেজে উড়ে যায় দুই-একটি পাখি।

বেশ ভালো লাগে
মুহূর্তগুলোকে হৃদয়-বন্দী করি,
মনোগত জিগীষা জাগে
আশকারাগুলোকে সঙ্গী করে বেরিয়ে পড়ি।

খোলা চোখে স্বপ্ন দেখেছিলাম
ভাগ্যিস, আজ তাই নিজেকে পেয়েছি,
এক পৃথিবী জানতে চেয়েছিলাম
এখন (আমি) মনের মালিক হয়েছি।

ভালো কিছু শেখায় অনেক কিছু
রাস্তাটা শুধু ধরতে হবে,
আর এগিয়ে যাওয়া লক্ষ্যের পিছু
স্বপ্ন সত্যি হবেই তবে।।