পৃথিবীর বুকে পড়ে পায়ের ছাপ
পৃথিবীর সম্পদে বেড়ে চলে চাপ,
ভয় আসেনি মানব মনে
সম্পদপূর্ণ এ বিশ্ব শূন্যতার দিন গোনে;
কত আশ্রয় নষ্ট হয়
কত জীবনের হয় ক্ষয়,
আমরা কেবল স্বার্থে বাঁচি
নিজের জন্য সেরাটা বাছি;
ভাবি আমরা ভালো আছি
যতটা দরকার তার থেকেও বেশি চাইছি,
সম্পদ ধ্বংস করছি আমরা
করছি দূষণ মাত্রাছাড়া;
শক্তি-সম্পদ দিশেহারা
আর বন্যপ্রাণ বাস্তুহারা,
এবার শুধু আমরা বাকি
অথচ আমরাই এর কারণ থাকি;
প্রতিটা পদে পদচিহ্ন ফেলি
প্রাণের হাহাকার, জীবন নিয়ে খেলি,
ছন্দ ভাঙি, বাস্তুতন্ত্র মারি
সবুজ কমে, ধ্বংস করি রকমারি;
আমরা বিধ্বংসী হয়ে উঠছি ক্রমশ
সৃষ্টি বলে এবার রোসো,
মানবজাতি জেগে উঠুক
ক্ষতি-অপচয় বন্ধ হোক;
এ পৃথিবী বাঁচতে চায়
এ পৃথিবী বাঁচাতে চায়,
আমাদের কে, আমাদের প্রজন্মকে
নয়তো এই পৃথিবী রাখবে কাকে?
যতটা দরকার  নিতে বলে
এর থেকে বেশি না নিলেও চলে,
বাঁচুক পৃথিবী
আমাদের বেঁচে থাকার চাবি;
সুরক্ষিত থাকুক
সবাই বাঁচুক,
পৃথিবীটাকে বাঁচাতে চাই
সবকিছুই সুন্দর দেখতে চাই।।