আপনি আমাদের অভিভাবক তথা পথপ্রদর্শক
আপনার কৃতিত্বে হোক বিজ্ঞান সার্থক,
আপনার মতো মানুষই বিজ্ঞানের সম্মান
শুভ জন্মদিন প্রিয় স্যার, জানাই প্রণাম;
জয় ও আনন্দে জীবন চলুক
সৃষ্টি জয়ের গল্প বলুক,
শুভ হোক স্যার সকল দিন
আপনাকে জানাই শুভ জন্মদিন।