বড় দিনে উদযাপন
জগৎ-শিশু যীশুর আগমন,
ঈশ্বর পুত্রের জন্মোৎসবে
সবকিছুই ভালো হবে;
আজ এই পবিত্র দিনে
ক্রিসমাসের গান শুনে,
আনন্দে উঠি মেতে
পাবো যে কেক খেতে,
গাছ সাজানো দেখবো গিয়ে
রঙিন বল আর তারা দিয়ে,
আমার নয়, উৎসব সবার
সান্তা ক্লজ দেবে উপহার;
আলোর পথে চলার পণে
গির্জায় যাই শান্তির অন্বেষণে,
গসপেল গানে পাই আধ্যাত্মিক অনুভূতি
মা মেরির আশীর্বাদ করি মিনতি
সান্ত্বনায় জাগরিত হোক শক্তি
পরিত্রাণ করো, দাও মা মুক্তি,
দুঃখ ভুলে সবাই বাঁচুক
সবকিছু সবার ভালো হোক;
দীন-দুঃখী কত কষ্টে আছে!
তাদের সাথে, তাদের কাছে,
থাকবো সবাই মিলে মিশে
দাঁড়াবো আমরা তাদের পাশে;
মানুষ যাদের কিচ্ছু নেই
তাদেরও হোক বড়দিন,
আমরা যারা পারি, চুপে চুপে
তাদের দিতে পারি, সান্তাক্লজ রূপে;
সব কিছু উজ্জ্বল হোক, শুভ হোক
বছরের প্রতিটা দিন বড়দিন হোক।।