১৮৫৭ সাল থেকে পথ চলা শুরু, কালজয়ী ও প্রবর্তমান
গৌরবময় ইতিহাস, অনন্য এই প্রতিষ্ঠান, অন্যতম প্রধান,
শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য এক নাম
উদ্দেশ্যে নতুন দিগন্তের সন্ধান;
কলকাতা বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলয়
গুরদের শিক্ষা প্রদানে ভবিষ্যৎ আলোকিত হয়,
কলকাতা বিশ্ববিদ্যালয়, সকলের সুহৃদয়ে মিশে থাকা এক নাম
অচিরেই স্বপ্নকে পাখা লাগায়, সেই শিক্ষাকে প্রণাম;
আত্মবিশ্বাস, সম্মান, সাহস ও সম্ভাবনা সবটাই মেলে এখানে
প্রতিভা গুণে দেশ-বিদেশে খ্যাতি ছড়িয়ে সবখানে,
কলকাতা বিশ্ববিদ্যালয় মানে লক্ষ্য অর্জন করার ঠিকানা
কলকাতা বিশ্ববিদ্যালয় মানে এগিয়ে যাওয়ার প্রেরণা;
ভালো পড়াশোনার ধারা বয় চিরকাল
জানার প্রতি ইচ্ছেশক্তি, মনোনিবেশ জাগায় নতুন সকাল,
জ্ঞানের মহাসাগর, মানবজাতির সূর্য
একটা গোটা শিক্ষা জগৎ, অনন্তকালের শৌর্য।।