একটা বইমেলা, মিলবে গোটা বিশ্ব
সারি সারি বই, এক অনন্য হৃদয়ছোঁয়া দৃশ্য,
পড়বো তাই, কিনবো বই, যাতে অনেক জ্ঞানের মালিকানা পাই
গল্পের মধ্যে ডুবে যাবো, এইটুকু আনন্দ চাই।