জানি আমি তাকে
যাকে ভালোবাসি,
একটা অনুভূতি ঘেরে আমাকে
দেখলে পরে মুক্ত ঝরায় হাসি;
প্রতিটা মুহূর্ত সঞ্চয় করি
সারাক্ষণ প্রবহে জড়িয়ে থাকি,
সেই প্রথম আমি (তার) প্রেমে পড়ি
সুযোগ পেলেই (তাকে) আমি দেখি;
তার প্রভাস আমায় আলোকিত করে
এক মুঠো আদরে, কারণে-অকারণে,
খুঁজে পাই তাকে আমি মনের ঘরে
কথা শুনি সবটা আমি, তার আদেশ, তার বারণে;
শুধু বলতে পারিনা, মন দিয়েছি
পেয়েছি তাকে শান্ত- আশান্ত সময়ে,
তাকে শুধু আমি ভালোবেসেছি
রেখেছি তাকে ধারি মনে তন্ময়ে ॥